বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফল প্রকাশ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০২৪ ০১:১৯:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের (মানবিক) ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক অনুষদের ডিন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

 

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, 'এ' ইউনিটে ৬৮ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছেন ২৬ হাজার ৫৯১ জন। পাসের হার ৩৮.৭৬ শতাংশ।

 

এর আগে চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। গ্রুপ-১ এ ১৭ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯০৯ জন। কৃতকার্যের হার ৪৬.১৯ শতাংশ। গ্রুপ-২ এ ১৭ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬ হাজার ৬৮০ জন। কৃতকার্যের হার ৩৮.৯৮ শতাংশ। গ্রুপ-৩ এ ১৭ হাজার ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৮১৬ জন। কৃতকার্যের হার ২৮.০৭ শতাংশ এবং গ্রুপ-৪ এ ১৭ হাজার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭ হাজার ১৮৬ জন। কৃতকার্যের হার ৩৮.৭৬ শতাংশ।

 

প্রসঙ্গত, গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছিল রাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা হওয়ার ১ সপ্তাহ পর ফলাফল প্রকাশ করা হলো। এই ইউনিটের মধ্যে রয়েছে কল, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭ টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

 

ডিবিসি/ এইচএপি
 

আরও পড়ুন