বাংলাদেশ, স্বাস্থ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ ‘স্ক্যাবিস’

রাজশাহী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ০৪:৪৫:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ ‘স্ক্যাবিস’। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জরুরি চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সকাল থেকেই এই রোগে আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় রয়েছে। কেউ সিরিয়ালে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছেন, কেউবা ওষুধ পেতে অপেক্ষা করছেন। দীর্ঘ সারি দেখেই বোঝা যাচ্ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রভাব কতটা গুরুতর।

 

কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, তাদের শরীর কয়েকদিন ধরেই খুব চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। হাতের আঙুলে, পেটে এবং শরীরের কিছু স্পর্শকাতর জায়গায় চুলকানোর ফলে ফুলে গেছে অনেকের।


এ বিষয়ে জানতে চাইলে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন বলেন, শত শত চর্মরোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে রোগটির নাম স্ক্যাবিস। গত কয়েকদিন ধরেই একের পর এক এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শিক্ষার্থীদের সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমেই ছোঁয়াচে রোগ স্ক্যাবিস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন ওই চিকিৎসক।
 

ডিবিসি/এমএ

আরও পড়ুন