রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।
বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকাল সাড়ে ১০টায় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে ১০টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য ১১টি টেন্ট ও সুপেয় পানির ব্যবস্থাও রাখা হয়েছে।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হচ্ছে। জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিবিসি/এনএসএফ