বাংলাদেশ, রাজনীতি

রাজার ছেলে রাজা হবে এই রাজনীতি বন্ধ করতে চায় জামায়াত: জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘রাজার ছেলে রাজা হবে’ পরিবারতন্ত্রের এমন রাজনীতি বন্ধ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি জোটের প্রচারণায় দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা সফর করেন জামায়াত আমির। 

 

সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। 

 

এসময় জামায়াত আমির সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল মামলা বাণিজ্যে মেতে উঠেছে।

 

পরে সাতক্ষীরার সমাবেশে যোগ দেন ডা. শফিকুর রহমান। এরপর বিকালে খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশে অংশ নিয়ে তিনি খুলনার বন্ধ শিল্প কলকারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরির আশ্বাস দেন। সবশেষ সন্ধ্যায় বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজার মাঠে সমাবেশে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার চেষ্টা করলে যুবকরা বসে থাকবে না।


তিনি আরও বলেন, আঘাত এলে প্রতিরোধ গড়ে তোলা হবে। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের দলের অবস্থান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, হ্যাঁ-তে ভোট দিলে মিলবে আজাদি, আর না-তে ভোট দিলে বরণ করতে হবে গোলামি।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন