জার্মানির পূর্বাঞ্চলীয় শহর বুর্গে একটি ডেলিভারি লরি থেকে সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলাবারুদ চুরির ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চুরির বিষয়টি নিশ্চিত করেছে। সরকারিভাবে খোয়া যাওয়া গোলাবারুদের নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ হাজার রাউন্ড গোলাবারুদ চুরি হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ‘ডের স্পিগেল’-এর তথ্যমতে, চুরি হওয়া চালানের মধ্যে পিস্তলের ১০ হাজার রাউন্ড তাজা গুলি, অ্যাসল্ট রাইফেলের ৯,৯০০ রাউন্ড ব্ল্যাঙ্ক বুলেট এবং বেশ কিছু স্মোক গ্রেনেড রয়েছে। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়লে বড় ধরণের ঝুঁকির সৃষ্টি হতে পারে, তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, গত ২৫শে নভেম্বর রাতে চুরির ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর চুক্তিবদ্ধ একটি বেসামরিক পরিবহন সংস্থার চালক রাতে ট্রাকটি একটি অরক্ষিত পার্কিং লটে রেখে কাছের একটি হোটেলে ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালে ট্রাকটি নিকটস্থ ক্লাউজউইৎস ব্যারাকে পৌঁছানোর পর দেখা যায়, ভেতর থেকে গোলাবারুদ উধাও হয়ে গেছে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
জার্মানির পাবলিক ব্রডকাস্টার এমডিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের মূল ফোকাস এখন চালকের অবহেলার দিকে। চালক কেন নিরাপদ স্থান বা সেনাবাহিনীর হটলাইনের সহায়তা নেননি, তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত চালকদের সহায়তার জন্য বিশেষ হটলাইন এবং প্রয়োজনে সশস্ত্র বাহিনীর এসকর্ট সুবিধা থাকে, যা তিনি ব্যবহার করেননি।
তথ্যসূত্র: বিবিসি
ডিবিসি/এমএআর