বাংলাদেশ, জেলার সংবাদ

রাতের আঁধারে ২৪টি আম গাছ কাটল দুর্বৃত্তরা

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই মে ২০২৫ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাতের আঁধারে রাজশাহীতে ২৪টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক আরিফুল ইসলাম। এতোগুলো আম গাছ হারিয়ে ভেঙে পড়েছেন এই আম চাষি।

বাগানের ২৪টি আম গাছ হারিয়ে কান্না করতে করতে নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার আরিফুল ইসলাম বলেন, ছোট থেকে যত্ন নেওয়া গাছগুলোতে এবার আম ধরেছে অনেক। রাতের আঁধারে কে বা কারা ২৪টি আম গাছ কেটে রেখেছে জানে না কেউ।

 

এই অবস্থা দেখে হতবাক হয়েছে এলাকাবাসীও। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।

 

আরিফুল জানান, আজ শুক্রবার (৯ই মে) ভোরবেলা বোনের ফোনের মাধ্যমে জানতে পারেন বাগানে ২০-২৫টি গাছ পড়ে আছে। বোনের কথা যেন বিশ্বাস হচ্ছিল না তার, এসে দেখেন সত্যিই ২৪টি গাছ কাটা অবস্থায় পড়ে আছে। ৮৫ শতক জমিতে আম গাছ ছিল প্রায় ৩২০টি। গাছ কেটে ফেলাতে এবছর তার লোকসান হবে ২-৩ লাখ টাকা।

 

গত চারবছর ধরে এই বাগানে আম চাষ করে আসছে আরিফুল। বিগত বছর গুলোতে লাভবান হলেও এবছর পড়তে হবে লোকসানে। যারা আম গাছ কেটেছে তাদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন এ আম চাষি।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন