বাংলাদেশ, জেলার সংবাদ

রাতের আঁধারে নৌকা ঝুলিয়ে সকালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুলাই ২০২৫ ০৭:৫৩:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে রাস্তায় নৌকা ঝুলিয়ে দিয়েছেন দুই আওয়ামী সমর্থক। এই ঘটনায় ময়নাল হক নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারেক নামের আরেক সমর্থক পলাতক রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪শে জুলাই) গভীর রাতে কুড়ার পাড় বাজারের একটি মোড়ে স্থানীয় দুই আওয়ামী লীগ সমর্থক, মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫) এবং মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা তৈরি করে লম্বা বাঁশের মাথায় ঝুলিয়ে দেন। সেই নৌকার সাথে তারা নিজেদের ছবি এবং "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান লেখা একটি ডিজিটাল ব্যানারও সংযুক্ত করেন।

 

শুক্রবার সকালে স্থানীয়দের চোখে বিষয়টি পড়লে তারা ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত নৌকায় থাকা ছবির সূত্র ধরে ময়নাল হককে গ্রেপ্তার করে এবং নৌকাটি জব্দ করে থানায় নিয়ে আসে।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, পলাতক অপর আসামি বারেককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন