খেলাধুলা, ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে রাতে কানাডার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১২ই জুন ২০২৪ ১২:১২:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও মামুলি লক্ষ্য তাড়া করতে পারেনি বাবর আজমের দল। চলমান বৈশ্বিক টুর্নামেন্টে টিকে থাকতে আজ কানাডার বিপক্ষে নামবে পাকিস্তান।

ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এবারের আসরের ‌‘এ’ গ্রুপে খেলছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে ২টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের। পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ।

অপরদিকে, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে।

পাকিস্তান তাদের পরের দু’টি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইটে যেতে হলে শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই তো হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। বিশেষ করে যুক্তরাষ্ট্রর ফলাফলের দিকে আলাদা করে নজর দিতে হবে পাকিস্তানকে।

নানা সমীকরণ মিললেই শুধু সুপার এইটে জায়গা হবে বাবরদের। ১১ জুন কানাডার বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। গ্রুপে ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচে জিততে হবে ভারতকে। ১৪ জুনের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারতে হবে কানাডাকে। গ্রুপে ১৫ জুন পরের ম্যাচে ভারতের কাছে হারতে হবে কানাডাকে। আর ১৬ জুন আয়াল্যান্ডের বিপক্ষেও বড় জয় পেতে হবে বারবরদের।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন