আগামী ১৯শে জুলাই ঢাকায় ডাকা জাতীয় সমাবেশ বাস্তবায়নে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সমাবেশ, গণসংযোগ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ই জুলাই) রাতে রাজধানীর কারওয়ান বাজারে গণসংযোগ ও মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ১৯শে জুলাই জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে।
সেলিম উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষম্যহীন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ। যে জনপদে মানুষের অধিকার নিশ্চিতে কারও কাছে ধরনা দিতে হবে না।
তিনি বলেন, জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম। জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি দেশবাসীকে, বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান।
সমাবেশ শেষে কারওয়ান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফার্মগেট গোল চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়।
ডিবিসি/ এইচএপি