বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, শিক্ষা

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৯ই এপ্রিল ২০২৩ ০৩:২৯:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা রবিবার (৯ই এপ্রিল) দুপুর ১২টা থেকে চুড়ান্ত আবেদন করতে পারবেন৷

আজ শনিবার (৮ই এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করে তাদের ফলাফল জানতে পারবেন। প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আগামীকাল রবিবার দুপুর ১২টা থেকে আগামী ১৫ই এপ্রিল রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম ধাপে প্রতি ইউনিটে ৭২ হাজার করে আবেদন পূর্ণ না হলে পর্যায়ক্রমে সময়সীমা বাড়ানো হবে৷'

অধ্যাপক বিমল কুমার প্রামাণিক জানান, 'মানবিক বিভাগ 'এ' ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫.০০, মানবিক শাখা থেকে জিপিএ-৪.৫৮ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫.০০ থাকতে হবে। 'বি' ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আবেদনের জন্য মানবিক শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫.০০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার সবাই আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ 'সি' ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫.০০ থাকতে হবে।'

আইসিটি সেন্টারের এ পরিচালক আরও জানান, 'প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আগামীকাল রবিবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ই এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত। প্রথম দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী তিনটি ধাপে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।'

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে৷ চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ (মানবিক), বি (বাণিজ্য) এবং সি (বিজ্ঞান) এই তিন ইউনিটে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ প্রতি ইউনিটে ৭২ হাজার করে মোট দুই লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবে৷ এর আগে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলে গত ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন