গোলের খেলা ফুটবলে কাউকে যদি গোল করতে নিষেধ করা হয়, তাহলে বেশ অদ্ভুতই শোনাবে! ওয়েলসের তারকা মিডফিল্ডার অ্যারন রামসির কাছে ঠিক তেমনই দাবি তার ভক্তদের! রামসির কাছে তাদের অনুরোধ, তিনি যেন আর গোল না করেন! কারণ, রামসি গোল করলেই যে মারা যান বিখ্যাত কেউ!
ফুটবল মাঠে অ্যারন রামসির গোল করার সাথে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যুর এক অদ্ভুত সংযোগ খুঁজে পেয়েছেন অনেকে, যা ‘রামসি অভিশাপ’ নামে পরিচিতি পেয়েছে। সম্প্রতি এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে। গত সোমবার মেক্সিকো সিটির এস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতরিওতে আতলাসের বিপক্ষে খেলছিল রামসির ক্লাব পুমাস ইউএনএএম। ম্যাচের অতিরিক্ত সময়ে করা তার গোলেই দল ১-০ ব্যবধানে জয়লাভ করে। মেক্সিকান ক্লাবের হয়ে এটি ছিল ওয়েলসের এই তারকার প্রথম গোল।
এর ঠিক তিন দিন পর, বৃহস্পতিবার, ইতালির ফ্যাশন জগতের কিংবদন্তি এবং আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি মিলানে তার নিজ বাসভবনে ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রামসি অভিশাপ’ ফিরে আসার গুঞ্জন শুরু হয়। ৩৪ বছর বয়সী রামসির গোল এবং তারকাদের মৃত্যুর এই কাকতালীয় ধারা শুরু হয়েছিল ২০১১ সালে। সে বছরের ১ মে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের হয়ে রামসি গোল করার পরদিনই, ২ মে, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন।
এরপর থেকে যতবারই রামসি গোল করেছেন, তার কিছুদিন পরই কোনো না কোনো বিখ্যাত ব্যক্তিত্বের মৃত্যু সংবাদ এসেছে। এই তালিকায় অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, হলিউড অভিনেতা পল ওয়াকার, ব্রিটিশ অভিনেতা রজার মুর এবং গায়িকা অলিভিয়া নিউটন জনসহ ২২ জন বিখ্যাত ব্যক্তি এই ভয়ঙ্কর কাকতালীয় ঘটনার শিকার হয়েছেন বলে মনে করা হয়। মাঝে ২০২৩ সালে কার্ডিফ সিটির হয়ে রামসি তিনটি গোল করার পর কোনো বিখ্যাত ব্যক্তির মৃত্যু না হওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো এই অদ্ভুত ধারার অবসান ঘটেছে। কিন্তু পুমাসের হয়ে তার প্রথম গোলের পরেই জর্জিও আরমানির মৃত্যু সেই ধারণাকেই ভুল প্রমাণ করলো।
এখন থেকে হয়তো রামসি গোল করা মাত্রই নিজের বুক চেপে ধরে বসে যাবেন বিখ্যাত কোন ব্যক্তি!
সুত্র: দ্য সান
ডিবিসি/এফএইচআর