আন্তর্জাতিক

রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ০৭:৪৪:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৩০শে জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার (৩০শে জুলাই) স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিটে রাশিয়ার সুদূর পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ভূমিকম্পের তীব্রতা ৮.০ বলে জানা যায় এবং পরে তা ৮.৭ করা হয়। রাশিয়ার সুদূর পূর্বে পেত্রোপভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৫ মাইল) পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর কামচাটকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সুনামির সতর্কতার পরে সাখালিন অঞ্চলের একটি ছোট শহরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার আঞ্চলিক গভর্নররা।

 

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, 'আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী,' তিনি আরও জানান যে প্রাথমিক তথ্য অনুসারে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

জাপানের আবহাওয়া সংস্থা দেশটির জন্য সুনামির সতর্কতা জারি করেছে, ১ মিটার (৩.৩ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করেছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র হাওয়াই রাজ্যের জন্য তাৎক্ষণিক 'সুনামি সতর্কীকরণ' জারি করেছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন