আন্তর্জাতিক

রাশিয়ার হাসপাতালে ৯ নবজাতকের রহস্যজনক মৃত্যু, ২ চিকিৎসক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের নভোকুজনেটস্ক শহরের একটি প্রসূতি হাসপাতালে গত দুই সপ্তাহে ৯ জন নবজাতকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালটির প্রধান চিকিৎসক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা 'ইনভেস্টিগেটিভ কমিটি' এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

১ থেকে ১২ জানুয়ারির মধ্যে 'নভোকুজনেটস্ক মেটারনিটি হাসপাতাল নং ১'-এ এই মৃত্যুগুলো ঘটে। প্রথম মৃত্যুর ঘটনাটি রেকর্ড করা হয় ৪ জানুয়ারি। নববর্ষের দীর্ঘ ছুটির সময় চিকিৎসা সেবায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে।

 

হাসপাতালের প্রধান চিকিৎসক ভাইটালি খেরাসকভ এবং আইসিইউ প্রধানকে 'পেশাগত দায়িত্ব পালনে অবহেলা' এবং 'অবহেলার কারণে মৃত্যুর' অভিযোগে আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে, তারা যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

 

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত শিশুদের অধিকাংশই সময়ের আগে জন্মেছিল এবং তারা মারাত্মক 'ইনট্রা-ইউটেরিন ইনফেকশন'-এ (জরায়ু সংক্রমণ) আক্রান্ত ছিল। তবে তদন্তকারী দল মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

 

কিছু রুশ সংবাদমাধ্যম দাবি করেছে, হাসপাতালটিতে দীর্ঘকাল ধরে কর্মী সংকট এবং ওষুধের ঘাটতি ছিল। এমনকি নার্সিং অ্যাসিস্ট্যান্টদের দিয়ে বিশেষজ্ঞ নার্সের কাজ করানোর অভিযোগও উঠেছে। এক মা অভিযোগ করেছেন, প্রসবের সময় তার শিশুর হাত ছিঁড়ে যাওয়ার মতো ভয়ানক দুর্ঘটনাও ঘটেছে সেখানে।

 

এই ঘটনা পুরো রাশিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে জন্মহার বাড়াতে জোর দিচ্ছেন, সেখানে সরকারি হাসপাতালে এমন মৃত্যু ‘রাষ্ট্রের ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির উচ্চকক্ষের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো।

 

তদন্তের স্বার্থে বর্তমানে হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ এটিকে 'ফ্লু কোয়ারেন্টাইন' হিসেবে উল্লেখ করলেও মূলত তদন্তের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুইজবাস অঞ্চলের গভর্নর সব প্রসূতি হাসপাতালে জরুরি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন