রাশিয়ায় একটি ‘এএন-২২’ (AN-22) মডেলের সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) দেশটির ইভানোভো অঞ্চলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানে থাকা সাতজন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিমানটি মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে ইভানোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় কার্গো বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে পাঁচজন ক্রু সদস্য এবং দুইজন যাত্রী। বিমানের সাতজনই মারা গেছেন। তবে মাটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানটিকে মাঝ আকাশে ভেঙে পড়তে দেখেছেন। দুর্ঘটনার পর বিমানের কিছু অংশ ইভানকভো গ্রামের নিকটবর্তী একটি জলাধারে পতিত হতে দেখা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিধ্বস্ত বিমানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে পরিষেবা দিয়ে আসছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধানকারী দল মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনার সাথে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের বা কিয়েভের কোনো সংশ্লিষ্টতা নেই।
তথ্যসূত্র: দ্য মস্কো টাইমস
ডিবিসি/এএমটি