আন্তর্জাতিক, আমেরিকা, ভারত

রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে আরও বড় শাস্তি দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৯:১৫:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৫০ শতাংশে।

এর আগেও যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বিদ্যমান ছিল। নতুন এই সিদ্ধান্তকে রাশিয়ার সাথে বাণিজ্য বজায় রাখার জন্য ভারতের বিরুদ্ধে একটি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৬ই আগষ্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখনও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। এর শাস্তি হিসেবেই এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। একদিন আগেই তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

এর আগেও যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বিদ্যমান ছিল। নতুন এই সিদ্ধান্তকে রাশিয়ার সাথে বাণিজ্য বজায় রাখার জন্য ভারতের বিরুদ্ধে একটি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৬ই আগষ্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখনও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। এর শাস্তি হিসেবেই এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। একদিন আগেই তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
 

এই নতুন শুল্ক আরোপের নির্দেশিকা প্রকাশের ২১ দিন পর থেকে কার্যকর হবে। তখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে খালাস হওয়া সমস্ত ভারতীয় পণ্যের ওপর ইতিমধ্যে যে শুল্ক, কর, ফি, আরোপ করা হয়েছে, তার উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপবে। 


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন