বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’র এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী ২ জানুয়ারি পরীক্ষাটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে পরীক্ষার পরবর্তী সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডিবিসি/ এসএফএল