মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও বিমান বাহিনীর সাবেক প্রধান এ কে খন্দকার বীর উত্তমকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।
রবিবার দুপুরে তেজগাঁওয়ের বিমান বাহিনী ঘাঁটি বাশারে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানরা জানাজায় অংশ নেন এবং মরদেহে শ্রদ্ধা জানান।
এর আগে তার কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে সশস্ত্র সালাম জানানো হয় এবং বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার ফ্লাইপাস করে সম্মান প্রদর্শন করে।
১৯৩০ সালে জন্ম নেয়া এই বীর সেনানী শনিবার ৯৬ বছর বয়সে মারা যান। তিনি পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। জানাজা শেষে বিএএফ শাহীন কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডিবিসি/ এইচএপি