মাইলস্টোন ট্র্যাজেডি

রাষ্ট্রীয় শোক আজ: সারাদেশে বিশেষ প্রার্থনা, অর্ধনমিত থাকবে পতাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০৭:১৫:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পুরো জাতি। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনে অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার, ২২শে জুলাই, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সোমবার (২১শে জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

 

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার শোকবার্তায় বলেন, "এই দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এটি জাতির জন্য এক গভীর বেদনার ক্ষণ।" তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।

 

এই ঘটনায় আরও শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দীক।

 

এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ইউরোপীয় ইউনিয়ন, এফবিসিসিআই, বিসিবি, বাফুফে, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আজকের 'জুলাই পদযাত্রা' কর্মসূচি স্থগিত করেছে এবং সোমবার যাত্রাবাড়ীতে একটি ড্রোন শো বাতিল করা হয়। 

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন