গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের ঢাকার গুলশানের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় নিয়মিত রাস্তা বন্ধ করে জনভোগান্তির সৃষ্টি করার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। আজ সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান প্রতিদিন তার গুলশানের বাসভবন থেকে গাজীপুরে যাতায়াত করেন। তার যাতায়াতের সুবিধার্থে টঙ্গীর কলেজগেট এবং গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এই প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে তাঁর (কমিশনার) কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আপনারা ফলাফল দেখতে পাবেন।"
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জিএমপি কমিশনারের গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়কটিকে একমুখী করে দেওয়া হয়, যার ফলে গাজীপুর থেকে ঢাকামুখী লেনটি বন্ধ থাকে। একইভাবে, তার ঢাকা ফেরার সময় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করে দেওয়ায় গাজীপুরমুখী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ব্যস্ততম এই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।
জনগণের ভোগান্তির বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে। পুলিশ বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এ বিষয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ডিবিসি/পিআরএএন