রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করার পর সম্প্রতি রিমান্ডে নেওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩শে আগস্ট) বিকেলে তাকে কলম্বো ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
হাসপাতালের সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তীব্র পানিশূন্যতার কারণে বিক্রমাসিংহেকে হাসপাতালে আনা হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন এবং সেগুলোরও চিকিৎসা চলছে। স্থানীয় গণমাধ্যমে তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার একটি ছবিও প্রচারিত হয়েছে।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, বিক্রমাসিংহের শারীরিক অবস্থা এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির কারণে দর্শনার্থীদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তথ্যসূত্র: শ্রীলঙ্কা গার্ডিয়ান
ডিবিসি/এমএআর