বিবিধ, প্রবাস

কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসার নতুন দিগন্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতারে বাংলাদেশি উদ্যোক্তারা ক্রমশ তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করছেন, যার ফলে মরুর দেশটিতে অনেক প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় দোহার মাইজার এলাকায় নতুন একটি প্রতিষ্ঠান ‘কাদিম শামস আল দোহা কার সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শামস দোহা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূইয়া।

 

কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, এই কার সেন্টারে মোটরসাইকেল মেরামত, ইঞ্জিন রিপেয়ার, বাইক পলিশিং, স্পেয়ার পার্টস সরবরাহ, গাড়ির চাকা ও ইঞ্জিন ওয়েল পরিবর্তনসহ গাড়ির যাবতীয় সেবা পাওয়া যাবে।

 

এসব কাজ পরিচালনার জন্য সুদক্ষ টেকনিশিয়ান নিয়োগ দেয়া হয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে বাইক রাইডারদের স্বল্পমূল্যে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট উদ্যোক্তা।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন