প্রবাসের মাটিতে যতো বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে ততো বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের রিয়াদে সুজন কনসালটেন্ট এর আয়োজনে নতুন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে।
রিয়াদ প্রতিনিধি এস এইচ হেমায়েত জানান রিয়াদের মালাজে সুজন কনসালটেন্ট এর কর্ণধার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা সুজন আমিন বেশ কয়েকজন প্রবাসী উদ্যোক্তাকে ইনভেস্টার লাইসেন্স তুলে দেন।
এসময় তিনি সৌদি সরকারের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। তিনি আরও বলেন বাংলাদেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে দেশ এগিয়ে যাবে। আয়োজনে উপস্থিত ছিলেন প্রবাসী উদ্যোক্তা জাকির হোসাইন, গাজী আনোয়ারুল হক, কাজী রিয়াদ হোসেনসহ আরও অনেকে।
ডিবিসি/এএমটি