বিনোদন, অন্যান্য

রুচিশীলদের প্রতি ‘টোকাই’ হিরো আলমের অনুরোধ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৯ই এপ্রিল ২০২৩ ১২:০৩:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিনীত ‘টোকাই’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) হিরো আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি সেই স্ট্যাটাসে দেশবাসীকে সালাম দিয়ে লিখেন, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। সুখে-দুঃখে সবসময় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের আনন্দও আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। আসছে ঈদুল ফিতর উপলক্ষে বাবুল রেজা পরিচালিত আমার 'টোকাই' ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 



এই ছবিতে তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে লিখেন, জানি না, 'রুচির দুর্ভিক্ষে' নিমজ্জিত এই সমাজ আমার ছবিটাকে কিভাবে গ্রহণ করবে। আমি খুবই নগণ্য একজন মানুষ। আপনাদের ভালোবাসাই আমার একমাত্র সম্বল। রুচিশীল মানুষদের প্রতি অনুরোধ, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমাকে শুধরে দেবেন। এটা আপনাদের দায়িত্বও বটে!

এর আগেও টোকাই’ সিনেমাটি কয়েকবার মুক্তি দেওয়ার ঘোষণা এসেছে। গত বছরও রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। কিন্তু পরে আর প্রেক্ষাগৃহের মুখ দেখতে পায়নি টোকাই।

২০২১ সালের মার্চ মাসে বাবুল রেজা পরিচালিত ‘টোকাই’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম। এটি তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা।

এ সিনেমায় হিরো আলম ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহেনা জলি, দুলারী, ড্যানি রাজ, রিনা খান প্রমুখ।

সম্প্রতি তাকে উদাহরণ দিয়ে একটি মন্তব্য করেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি বলেন, রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উথ্থান। এরপর ফেসবুক লাইভে এসে সেই কথার প্রতিবাদও করেছেন হিরো আলম। এমনকি আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন তিনি। 

সেই কথার প্রতিবাদ জানাতে গিয়ে মামুনুর রশীদকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, আপনি অনেক অভিনেতা তৈরি করেছেন চাইলে আমাকেও তৈরি করতে পারতেন। কিন্তু আপনি তা করবেন না। তাহলে রুচি পরিবর্তন করবে কে? বাংলাদেশে রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলুন। হিরো আলমকে না মেরে ফেললে রুচি নষ্ট হয়ে যাবে বাংলাদেশে। আমাকে না মেরে ফেললে আমাকে থামাতে পারবেন না। যারা রুচি পরিবর্তন করতে পারবেন তারা আমাকে তৈরি করেন। তারা তো তৈরি করবেন না। কারণ তারা তেলে মাথায় তেল দেন।

ডিবিসি/ এমএলএন

আরও পড়ুন