সংগীতশিল্পী রুনা লায়লার ৬৯ তম জন্মদিন আজ। ১৯৫২ সালের ১৭ই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন বাংলা প্লেব্যাক গানের দিকপাল রুনা লায়লা।
করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার জন্মদিন ঘিরে বড় কোনো আয়োজন রাখছেন না রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। মহামারি এই করোনা থেকে মুক্ত হয়ে সবাই নতুন পৃথিবী দেখবে বলেও প্রত্যাশা করেছেন এই শিল্পী।
১৯৬৬ সালে উর্দু চলচ্চিত্র হাম দোনোতে গান গেয়ে সংগীতের ভূবনে যাত্রা শুরু করেন রুনা লায়লা। একে একে গান গেয়েছেন স্বরলিপি, দি রেইন, দি ফাদার, কসাই, দুই পয়সার আলতা, রজনীগন্ধা, দুই জীবন, বেদের মেয়ে জোছনা, অন্তরে অন্তরে, সত্যের মৃত্য নেই এর মত অসংখ্য কালজয়ী সিনেমায়। অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সায়গল পুরস্কার, দাদা সাহেব ফালকে এওয়ার্ড সহ বহু সম্মাননা।
উপমহাদেশের সব দেশে সমান জনপ্রিয় রুনা লায়লা এখনো গান গাইছেন সমান তালে, কুড়িয়ে যাচ্ছেন মানুষের ভালবাসা।