আন্তর্জাতিক, এশিয়া

রুশ উপকূলে ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ১০:৫২:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার পূর্ব উপকূলের কাছে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো অঞ্চলের উত্তর অংশে সুনামি আঘাত হানে।

জাপানের স্থানীয় সম্প্রচারমাধ্যম জাপান এনএইচকে জানিয়েছে, কিছু এলাকায় প্রবল ঢেউয়ের আঘাত অনুভূত হয়েছে। জাপান সরকার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, 'দ্রুত নিরাপদ স্থানে চলে যান। সুনামি আগেভাগে বা বিলম্বে আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকুন। '

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুনামির ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ৪ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলীয় এলাকায় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হোক্কাইডোর মুকাওয়া শহরে একটি ভবনের ছাদে আশ্রয় নেওয়া লোকজনের ভিডিও প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ৩০ থেকে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে, সুনামি সতর্কতা জারির পর ফুকুশিমা দায়িচি ও দায়নি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। টেপকো জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো আঘাত বা বিকিরণজনিত অস্বাভাবিকতা রেকর্ড করা হয়নি। তবে সতর্কতা বজায় রেখে নজরদারি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দায়িচি বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। সেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক সংকট।

 

ভূমিকম্প-পরবর্তী সুনামির আশঙ্কায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরে তিন মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

 

এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, আলাস্কার অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ, হাওয়াই ও গুয়ামেও সতর্কতা জারি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন