ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাশিয়ার সাথে দিল্লির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই ভারত সফরে আসার কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (৭ই আগস্ট) মস্কোতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল এই সফরের কথা জানান। সফরের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে যে এই বছরের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হতে পারে।
অজিত দোভাল বলেন, ‘আমাদের মধ্যে একটি বিশেষ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, এবং আমরা এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের উচ্চ-পর্যায়ের বৈঠকগুলো এই সম্পর্ককে শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের কথা জানতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমি মনে করি সফরের তারিখ প্রায় চূড়ান্ত হয়ে গেছে।’
তবে এই সফর নিয়ে মস্কোর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই সফরের ঘোষণা এমন এক সময়ে এলো যখন রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, দেশটি রুশ তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে, যা ভারত-মার্কিন বাণিজ্য আলোচনাকে ব্যাহত করছে।
বুধবার (৬ই আগস্ট), প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে নয়াদিল্লির রুশ তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতীয় আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প আরও হুমকি দিয়েছেন যে, যদি মস্কো আগামী শুক্রবারের মধ্যে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে রাজি না হয়, তবে রুশ তেলের ক্রেতাদের ওপরও দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করা হবে।