রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও এক চালান মেশিনারি পণ্য নিয়ে রাশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি কামিল্লা’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং (অপারেশন) এর ব্যবস্থাপক অসিম কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে জাহাজটি সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এই চালানে মোট ৪৭৬টি প্যাকেজে প্রায় ১ হাজার মেট্রিক টন পণ্য রয়েছে। শনিবার বিকেলে জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ার পর থেকেই দ্রুততার সাথে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি করা এই সকল মূল্যবান যন্ত্রপাতি এবং অন্যান্য মালামাল বন্দরের জেটিতে অত্যন্ত সতর্কতার সাথে খালাস করা হচ্ছে। খালাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, এই মালামালগুলো সড়কপথে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এই চালানটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/জেআরওয়াই