বাংলাদেশ, রাজধানী

রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে অযাথা ভিড় না করার অনুরোধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ১০:১০:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে এখন পর্যন্ত ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১শে জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিন বিকেল থেকে চিকিৎসা নিতে আসা আহতদের স্বজনদের থেকে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। মানুষের ভিড় ঠেলে আহত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স প্রবেশ করতে বেশ সমস্যা হচ্ছিল। অনেকে আবার স্বেচ্ছায় রক্তও দিতে এসেছেন।


রাতের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আশপাশে হাজারও জনতার ভিড়ে ব্যাহত হয় চিকিৎসাসেবা। ওই সময়ে বলা হয়, আজ আর ব্লাড লাগবে না। অহেতুক হাসপাতালের সামনে ভিড় করবেন না। দরকার হয় আপনারা ব্লাড ডোনেশনের জন্য নিবন্ধন করে চলে যান। তারপরও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে উৎসুক জনতা ও ডোনারদের ভিড়। অনেকে ফেসবুকে লাইভ করছেন। এসব উৎসুক জনতাকে সরাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

 

এ প্রেক্ষিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে হাসপাতালে অহেতুক ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। 

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন