বছর ঘুরে আবার পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আর রমজানে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে, রোজা রেখে সুগন্ধি, আতর এবং পারফিউম ব্যবহার করা যাবে কিনা?
এ বিষয়ে ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদউল্লাহ গণমাধ্যমে বলেন, রোজা রেখে অবশ্যই সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে। কারণ সুগন্ধি বা আতর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পছন্দের বিষয়গুলোর একটি। এ কারণে আমরা এটা ব্যবহার করতে পারি। যেহেতু এটা পানীয় ও খাদ্যের কাজ করে না। তাই আমাদের পোশাকে সুগন্ধি ব্যবহার করতে পারি। এতে কোনো সমস্যা হবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং কেউ সুগন্ধি হাদিয়া দিলে তা গ্রহণ করতেন, কখনো সেটা ফেরত দিতেন না।
হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত-আতর, বিয়ে, মিসওয়াক ও লজ্জাস্থান ঢেকে রাখা।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২২৪৭৮)।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়। নারী, সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে।’ (নাসায়ি, হাদিস : ৩৯৩৯)।
আতর সবসময় ব্যবহার করা যায়। বছরের যে কোনো মাসের মতো রমজান মাসেও আতর, পারফিউম ব্যবহার করা যাবে, এতে কোনও বাধা নেই।
ডিবিসি/এএসডি