পৃথিবীর সবচেয়ে দামি ব্রান্ডের গাড়িগুলো কিনতে মেসি-রোনালদোর ঠিক কত মিনিট ফুটবল মাঠে থাকতে হয়েছে, তার উপর এক প্রতিবেদন তৈরি করেছে ইংল্যান্ডের 'বিল প্লান্ট ড্রাইভিং স্কুল'।
মেসি-রোনালদো-নেইমার ফুটবল দুনিয়ায় যত বড়বড় তারকা আছেন সবার কাছে ভীষণ প্রিয় বিলাসবহুল গাড়ি। একেকজনের কালেকশন দেখলে মাথা ঘুরে যেতে পারে যে কারও। সংখ্যার বিচারের সবার চেয়ে এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের গ্যারেজে আছে এক কুড়ি দামি গাড়ি। লিওনেল মেসিও কম যান। তারও আছে এক ডজনের ওপরে।
পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলো কিনতে মেসি-রোনালদোদের কত মিনিট মাঠে ফুটবল খেলতে হয়েছে তারই একটা ফিরিস্তি দিয়েছে ইংল্যান্ডের অন্যতম বৃহৎ ড্রাইভিং স্কুল 'বিল প্লান্ট ড্রাইভিং স্কুল'। ম্যানইউতে ক্রিস্টিয়ানোর বার্ষিক বেতন ২৪ দশমিক ৯ ছয় মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮১ কোটি ১৩ লাখ টাকা। রোনালদো ২০টি গাড়ি কিনতে মোট খরচ হয়েছে প্রায় ২০৩ কোটি ৭৬ লাখ টাকা।
বিল প্লান্ট ড্রাইভিং স্কুল জানিয়েছে, সবকটি গাড়ি কিনতে রোনালদো যে অর্থ খরচ করেছেন, সেটি মাঠে তার ৩৩ ঘণ্টা ৪৭ মিনিট ৫৬ সেকেন্ড খেলার পারিশ্রমিকের সমান। যদিও রোনালদো গাড়িগুলো কিনেছেন বিভিন্ন সময়ে, যখন তার বেতন ছিল আরও অনেক বেশি। সেই হিসেবে পর্তুগীজ সুপাস্টাররে আরও অনেক কম মাঠে থাকতে হয়েছে।
গাড়ির মোট দামের ক্ষেত্রে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। তবে, লিওর বেতন বেশি হওয়ায় গাড়িবহরের মোট দাম তুলে আনতে চিরপ্রতিদ্বন্দ্বির তুলনায় তার মাঠে থাকতে হয়েছে আরও অনেক কম সময়। মেসির গাড়িবহরের মোট দাম ২ কোটি ৮১ লাখ ৬৯ হাজার পাউন্ড। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ পাউন্ড দামের বিলাসবহুল পাগানি জন্দা স্পোর্টস কারও আছে। পিএসজিতে মেসির বেতন প্রায় ৫ কোটি ২০ লাখ পাউন্ড। সে হিসেবে মেসির সবক'টি গাড়ির দাম তুলতে মাঠে তার থাকতে হয়েছে ২৭ ঘণ্টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড সময়।
নেইমারের গ্যারেজেও আছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি। পিএসজির বর্তমান বেতনের হিসেবে নেইমারের সবক'টি গাড়ির দাম তুলতে ওকে মাঠে থাকতে হয়েছে ৮ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সময়। রিয়াল মাদ্রিদ সুপারস্টার কারিম বেনজেমার আছে দু'টি করে বুগাত্তি, রোলস রয়েস ও ল্যাম্বরগিনি। তার সবগুরো গাড়ি কিনতে খরচ যে খরচ হয়েছে, তার জন্য ফুটবল মাঠে ছুটতে হয়েছে ২৬ ঘণ্টা ৩৮ মিনিট।
বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি ভক্সহল কর্সা। এই ব্রান্ডের একটা গাড়ি কিনতে সবচেয়ে কম সময় খেলতে হয়েছে এডেন হ্যাজার্ডের। সারা মৌসুম ইজুরিতে থাকায় হ্যাজার্ড ৩০ সেকেন্ডের জন্য মাঠে নেমে যে আয় করেছেন তা দিয়েই হয়ে গেছে গাড়িটি। যথাক্রমে গ্যারেথ বেলের লেগেছে ৩৬ সেকেন্ড, সেইমারের ৪৮ সেকেন্ড। আর গাড়িটি কিনতে সবচেয়ে যার বেশি সময় মাঠে থাকতে হয়েছে ডেপাইয়ের। তাও মাত্র ৬ মিনিট ১২ সেকেন্ড। এরপর যথাক্রমে আছেন সন ও সাদিও মানে।