আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জুলাই মাসের সেরা পুরুষ খেলোয়াড়ের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে, যেখানে ভারত ও ইংল্যান্ডের অধিনায়কের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার একজন অলরাউন্ডার জায়গা পেয়েছেন। রোমাঞ্চকর সব টেস্ট সিরিজের পর এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
জুলাই মাসে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন ভারতের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ তিন টেস্টে তিনি ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান সংগ্রহ করেন। এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান মূল ভূমিকা পালন করেন, যেখানে তিনি প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এক টেস্টে তার মোট ৪৩০ রান এই ফরম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, যা ইংল্যান্ডের গ্রাহাম গুচের ৪৫৬ রানের রেকর্ডের ঠিক পরেই অবস্থান করছে।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের অভিষেকেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন উইয়ান মুল্ডার। নতুন দায়িত্ব পেয়ে প্রথম সিরিজের দুই ম্যাচে তিনি ২৬৫.৫০ গড়ে ৫৩১ রান করেন। এর মধ্যে দ্বিতীয় টেস্টে তার অপরাজিত ৩৬৭ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়ে। বল হাতেও মুল্ডার ছিলেন দুর্দান্ত। পুরো সিরিজে ১৫.২৮ গড়ে ৭ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে প্রথম টেস্টে একটি চার উইকেটের স্পেলও ছিল। এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি সিরিজ সেরা নির্বাচিত হন।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও তার অলরাউন্ড দক্ষতার জোরে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ভারতের বিপক্ষে কঠিন সিরিজে তিনি ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দেন। ব্যাট হাতে ৫০.২০ গড়ে ২৫১ রান করার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টোকস। তিনি ২৬.৩৩ গড়ে ১২টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে চাপে রাখেন। লর্ডসে প্রথম টেস্টে এবং ওল্ড ট্র্যাফোর্ডে তার ম্যাচসেরা পারফরম্যান্স ইংল্যান্ডকে সিরিজে টিকিয়ে রেখেছিল। ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ১৪১ রানের একটি ঝলমলে ইনিংস খেলার পাশাপাশি ৭২ রানে ৫ উইকেট দখল করেন, যা ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৬৬৯ রানের বিশাল সংগ্রহ গড়তে সহায়তা করে।
ডিবিসি/এএমটি