আন্তর্জাতিক, আমেরিকা

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এই অঞ্চলের অন্যান্য দেশেরও প্রশংসা করেছে। রবিবার (২৪শে আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগট এ কথা বলেন।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন জানাচ্ছে। এর মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য এ অঞ্চলের অন্যান্য দেশেরও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন