বাংলাদেশ, আন্তর্জাতিক

'রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে'

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে সেপ্টেম্বর ২০২২ ০৮:২৮:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল লোটে প্যালেসে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর ধর্মীয় এবং জাতিগত দমন পীড়ন বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ জরুরি।

 

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন