রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন, যার মূল লক্ষ্য রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো।
'অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা'- শিরোনামের এই সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উখিয়া উপজেলার ইনানী এলাকার হোটেল বে-ওয়াচে আয়োজিত এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক দূত, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন। সম্মেলনের দ্বিতীয় দিন, সোমবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেবেন। উল্লেখ্য, কক্সবাজার ও নিউইয়র্কের পর আগামী ডিসেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গাবিষয়ক পরবর্তী উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে।
ডিবিসি/এএমটি