বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা বিশ্বের ১১টি দেশ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। অস্ট্রেলিয়া ছাড়াও এই প্রতিশ্রুতি দেওয়া দেশগুলো হলো ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।
সোমবার (২৫শে আগস্ট) সকালে ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) এবং ফেসবুক পেইজে এই যৌথ বিবৃতিটি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, আট বছর আগের এই দিনে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে তারা স্মরণ করছে, যার ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাস্তুচ্যুত হতে হয়েছিল। বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে এবং এখনও আশ্রয়শিবিরে নতুন করে লোকজন আসছে।
বিবৃতিতে দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা ও বাস্তুচ্যুতি সহ্য করে চলা রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতারও প্রশংসা করা হয়। এতে আরও উল্লেখ করা হয় যে, আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এক সঙ্গে কাজ করবে। রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের সম্ভাব্য পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডিবিসি/আরএসএল