খেলাধুলা, ক্রিকেট

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা ভারতের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা অক্টোবর ২০২৫ ০৪:২৯:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ানডে চালিয়ে যাবেন। কিন্তু এই ফরম্যাটে খেললেও অধিনায়কত্ব করতে আর দেখা যাবে না তাকে। রোহিতকে সরিয়ে ওয়ানডেতেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক শুভমান গিলকে।

অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারতের ক্রিকেট। ১৯শে অক্টোবর থেকে অজিদের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন গিল।

 

আজ শনিবার (৪ঠা অক্টোবর) গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

 

২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। টেস্ট এবং ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে আছেন ২৬ বছর বয়সি এই ব্যাটার।

 

এদিকে অধিনায়কত্ব হারালেও দল থেকে বাদ পড়ছেন না রোহিত। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন তিনি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ভারতের হয়ে খেলতে নামবেন সাবেক এই অধিনায়ক।

 

১৯শে অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫শে অক্টোবর। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

 

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড-
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়ওসয়াল।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন