বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৬ই সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৮:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস রাস্তার পাশে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর স্রোতের টানে বাসটি খালের মাঝখানে গিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বাসটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। 

 

তাদের একজনকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে হুমায়ুন রশিদ নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

গুরুতর আহত অপর দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আব্দুল মাজেদ ও রিপন নামে আরও দুজনের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দুজনের মরদেহ তাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন