লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীর হাটে আগুনে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রনে আসার আগেই দোকানগুলোর মালামাল ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়্যার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুনে পুড়ে দোকানগুলো ছাই হয়ে যাওয়ার ঘটনায় ঘটনাস্থল পৌঁছাতে ফায়ার সার্ভিসের সময়ক্ষেপণকে দায়ী করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ড ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ফোন করার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ২টি ইউনিট ঘটনাস্থলে এসেছে । আর দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান জানান , আমরা ভোর ৬টা ২০ মিনিটে ফোন কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছোট বড় ১৭টি দোকান পুড়ে গেছে । আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
ডিবিসি/ এসএইচ