আন্তর্জাতিক, আমেরিকা

লক্ষ লক্ষ ব্যবহারকারী ঝুঁকিতে,গ্রকের ফ্যাক্ট-চেকে মিলছে ভুয়া তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ০৪:৫৫:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই(xAI) দ্বারা নির্মিত চ্যাটবট গ্রক এক ভয়াবহ সংকটের মুখোমুখি। একদিকে মাস্ক চাইছেন এটিকে তার মতাদর্শ বিরোধী কিন্তু সম্ভবত সত্য, এমন উত্তর দেওয়া থেকে বিরত রাখতে, আর অন্যদিকে লক্ষ লক্ষ ব্যবহারকারী এটিকে দ্রুত তথ্য যাচাইয়ের প্রথম মাধ্যম হিসেবে গ্রহণ করছে।

গত ৯ই জুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন অভিযানের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ দমনের জন্য লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের সৈন্য পাঠানোর পর, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এক্স (X) প্ল্যাটফর্মে দুটি ছবি পোস্ট করেন। ছবিগুলিতে দেখা যায়, ন্যাশনাল গার্ডের কয়েক ডজন সৈন্য একটি সংকীর্ণ জায়গায় মেঝেতে ঘুমাচ্ছে। নিউজম ক্যাপশনে সৈন্যদের প্রতি ট্রাম্পের অসম্মানের নিন্দা জানান।

 

এক্স ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে ছবির সত্যতা যাচাই করতে ইলন মাস্কের এআই, গ্রকের শরণাপন্ন হন, যা সরাসরি এক্স-এর সাথে সংযুক্ত। তারা বিতর্কিত টুইটের জবাবে @grok ট্যাগ করে এআই-এর স্বয়ংক্রিয় উত্তর চেয়ে বসেন।

 

একজন ব্যবহারকারী গ্রকের প্রতিক্রিয়ার একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, "আপনি ভুয়া ছবি শেয়ার করছেন।" গ্রকের উত্তরে দাবি করা হয় যে, রিভার্স ইমেজ সার্চে ছবির মূল উৎস খুঁজে পাওয়া যায়নি। আরেকটি উত্তরে গ্রক জানায়, ছবিগুলো ২০২১ সালের, যখন প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেছিলেন।

 

কিন্তু, নিরপেক্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা পলিটিফ্যাক্ট (PolitiFact) তদন্ত করে দেখে যে, এআই-এর দুটি দাবিই ভুল ছিল। নিউজম দ্বারা শেয়ার করা ছবিগুলো আসল এবং স্যান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গ্রকের এই ভুল তথ্যের উপর ভিত্তি করে এক্স-এ ঘণ্টার পর ঘণ্টা উত্তপ্ত বিতর্ক চলে, অবশেষে গ্রক নিজেকে সংশোধন করে।

 

স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ চ্যাটজিপিটি (ChatGPT)-এর বিপরীতে, এক্স-এর সাথে গ্রকের একীভূতকরণ ব্যবহারকারীদের অ্যাপ না ছেড়েই রিয়েল-টাইম এআই উত্তর পাওয়ার সুযোগ দেয়। এই বৈশিষ্ট্যটি মার্চে চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীদের আচরণ পরিবর্তন করছে। কিন্তু ব্রেকিং নিউজ বা সাধারণ পোস্টের জন্য তথ্য যাচাইয়ের এই প্রথম আশ্রয়স্থলটি প্রায়শই বিশ্বাসযোগ্য কিন্তু ভুল উত্তর প্রদান করে।

 

 

চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনাই (Gemini) সহ সব চ্যাটবটই হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM), যা ইন্টারনেটের বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে পরবর্তী শব্দটি কী হবে তা অনুমান করতে শেখে। এর ফলে, তাদের উত্তরে ডেটাতে থাকা পক্ষপাত এবং ভুল প্রতিফলিত হয়, যা "হ্যালুসিনেশন" নামে পরিচিত।

 

গ্রকের ক্ষেত্রে, মাস্কের নির্দেশনা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। মাস্ক চান না যে গ্রক রাজনৈতিকভাবে সঠিক হোক এবং তিনি চান এটি যেন মূলধারার গণমাধ্যমের উৎসকে সন্দেহের চোখে দেখে। যেখানে অন্যান্য এআই মডেলগুলোতে রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রশ্নের জন্য নির্দেশিকা থাকে, গ্রকের তা নেই। এই লাগামহীনতার ফলে গ্রক হিটলারের প্রশংসা করেছে এবং সম্পর্কহীন প্রশ্নের জবাবেও ইহুদি-বিদ্বেষী মতামত দিয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন