শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে আজ মঙ্গলবার (৮ই জুলাই) বাংলাদেশ সময় বেলা তিনটায় স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ। সেই জয় নিঃসন্দেহে সফরকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এর আগে ২০১৩ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে দুটি ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও তা হাতছাড়া করেছে বাংলাদেশ। এবার সেই ইতিহাস টপকে সিরিজ নিজেদের করে নেওয়ার পালা।
তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে রয়েছে কিছুটা ইনজুরি উদ্বেগ। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় উরুতে চোট পান নাজমুল হোসেন শান্ত। যদিও তার ইনজুরি গুরুতর না হওয়ায় আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল। এদিকে, বিশ্রাম শেষে এই ম্যাচে একাদশে ফিরতে পারেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। এছাড়া ওপেনিং পজিশনে লিটন দাস অথবা নাইম শেখের মধ্যে যেকোনো একজনকে বিশ্রামে রাখা হতে পারে।
অন্যদিকে, ঘরের মাঠে সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে শ্রীলঙ্কাও। ফলে একটুও ছাড় দিতে চাইবে না তারাও। সব মিলিয়ে পাল্লেকেলেতে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/লিটন দাস/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ডিবিসি/কেএলডি