যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১লা আগস্ট) সকালে লন্ডনের উত্তরের একটি বাসস্টপেজে তাকে দেখা যায়। তার পরনে ছিল হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট এবং পায়ে স্নিকার্স। হাতে থাকা মোবাইল ফোন দেখতে দেখতে তিনি সাধারণ যাত্রীদের জন্য নির্ধারিত বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর একটি লাল রঙের ডাবল-ডেকার বাস এসে দাঁড়ালে তিনি অন্য যাত্রীদের সঙ্গে স্বাভাবিকভাবেই বাসে উঠে পড়েন।
ঘটনার কিছু স্থিরচিত্র বিএনপির মিডিয়া সেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে লেখা হয়েছে, "আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন— যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।"
এই ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা ছাড়াও সাধারণ ব্যবহারকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে এই ঘটনার তুলনা করে মন্তব্য করেছেন। যেখানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের ঘিরে থাকে কঠোর নিরাপত্তা বলয় এবং গাড়ির বহর, সেখানে বিদেশের মাটিতে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের এমন সাধারণ জীবনযাপন অনেকের কাছেই একটি ব্যতিক্রমী ও ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ফেসবুক ও টুইটারে অনেকেই মন্তব্য করেছেন যে, তার এই সাধারণ বেশ এবং আচরণ দেশের তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এই ঘটনাটি বিদেশে তার স্বাভাবিক ও অনাড়ম্বর জীবনযাত্রার একটি চিত্র ফুটিয়ে তুলেছে বলে তারা মনে করছেন।
ডিবিসি/এনএসএফ