লন্ডনের বিখ্যাত গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেন (GOSH) এ একটি নতুন ক্যান্সার সেন্টার নির্মাণের জন্য খননকাজের সময় উদ্ধার করা হলো প্রিন্সেস ডায়ানার হাতে সিল করা একটি টাইম ক্যাপসুল।
১৯৯১ সালে হাসপাতালের ভ্যারাইটি ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রিন্সেস ডায়ানা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং ক্যাপসুলটি মাটির নিচে স্থাপন করা হয়েছিল।
বুধবার (২৭শে আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টাইম ক্যাপসুলটি খোলার অনুষ্ঠানে সেইসব কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল যারা ১৯৯১ সালে জন্মগ্রহণ করেছেন অথবা সে সময় হাসপাতালে কর্মরত ছিলেন। ক্যাপসুলটি খোলার পর এর ভেতর থেকে নব্বইয়ের দশকের স্মৃতিবিজড়িত নানা জিনিসপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল একটি পকেট সাইজের টেলিভিশন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাইলি মিনোগের একটি সিডি, কিছু গাছের বীজ, একটি সৌরশক্তিচালিত ক্যালকুলেটর, ব্রিটিশ মুদ্রার সংগ্রহ, একটি স্নোফ্লেক হলোগ্রাম, পুনর্ব্যবহৃত কাগজের একটি পাতা এবং একটি ইউরোপীয় পাসপোর্ট।
জানা যায়, একটি জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী দুই শিশু সেই সময়ে তাদের জীবনের প্রতিনিধিত্বকারী স্মারক হিসেবে এই জিনিসগুলো বাছাই করেছিল।
জ্যানেট হোমস, একজন সিনিয়র হেলথ প্লে স্পেশালিস্ট যিনি ১৯৯১ সাল থেকে GOSH-এ কর্মরত, তিনি ক্যাপসুল থেকে পাওয়া পকেট টিভি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, পকেট টিভিটি দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমার স্বামীর জন্য আমি একটি কিনেছিলাম, কারণ তিনি সারা দেশে কোচ চালানোর সময় অবসরে এটি দেখতেন। সে সময় এগুলোর অনেক দাম ছিল!
প্রয়াত প্রিন্সেস ডায়ানা ১৯৮৯ সাল থেকে GOSH-এর সভাপতি ছিলেন এবং তিনি প্রায়ই লন্ডনের এই হাসপাতালে শিশুদের দেখতে আসতেন।
পেডিয়াট্রিক হেমাটোলজি এবং অনকোলজি বিভাগের ক্লিনিক্যাল ফেলো রোচনা রেডকার এই আবিষ্কারের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি মাত্র ছয় মাস আগে GOSH-এ যোগ দিয়েছি এবং আমার জন্মসালেই সমাহিত করা এই টাইম ক্যাপসুলটি উদ্ধারের কাজে থাকতে পেরে আমি খুবই উত্তেজিত। এই ঘটনাটি হাসপাতালের কর্মীদের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।
ডিবিসি/এএমটি