প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এরই মধ্যে তাকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে বলে আশা দলটির নেতাদের।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দিয়ে দেশে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসনের। বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ। দলটির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পারছেন বলে বেশ উচ্ছসিত বেগম জিয়া। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি।
উচ্ছ্বাস-উল্লাসের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীকে দেয়া হয়েছে নানা নির্দেশনা। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকবে এমনটি আশা করছে বিএনপি। দেশের সাম্প্রতিক নানা ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েন নিরসনে বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুত্থানে সহায়ক হবে বলে প্রত্যাশা দলটির শীর্ষ নেতাদের।
গত ৮ই জানুয়ারি লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে যান সাবেক এই প্রধানমন্ত্রী।
ডিবিসি/ অমিত