আন্তর্জাতিক

লন্ডনে পুলিশের সাথে ফিলিস্তিনপন্থীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৭:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে 'প্যালেস্টাইন অ্যাকশন' সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে পুলিশের সাথে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে পুলিশ ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।

বিক্ষোভের আয়োজক 'ডিফেন্ড আওয়ার জুরিস' জানিয়েছে, সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেপ্তারের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রায় ১,৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিওতে অভিযোগ করে, পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নৃশংসভাবে হামলা চালায় এবং মাটিতে ফেলে দেয়।

 

"আমি গণহত্যা সমর্থন করি না, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি" লেখা কার্ডবোর্ড চিহ্ন হাতে রাখার জন্য অনেককে নির্বিচারে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করে এবং গ্রেপ্তারের পর একজন বিক্ষোভকারীকে রক্তাক্ত মুখে দেখা যায়।

 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ কর্মকর্তার ওপর হামলা এবং একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার মতো বিভিন্ন অভিযোগে ৪২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আরও জানায়, "বিক্ষোভ চলাকালীন পুলিশ সদস্যরা মৌখিক গালাগাল ছাড়াও ঘুষি, লাথি এবং বিভিন্ন বস্তু নিক্ষেপের মতো চরম হেনস্থার শিকার হয়েছেন।"

 

উল্লেখ্য, গত জুলাই মাসে যুক্তরাজ্য সরকার 'টেরোরিজম অ্যাক্ট ২০০০'-এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে সংগঠনটির সদস্যরা ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে ঢুকে দুটি বিমানের প্রায় ৭ মিলিয়ন পাউন্ডের ক্ষতি সাধন করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে, সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন করা এখন একটি ফৌজদারি অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন