খেলাধুলা, ক্রিকেট

লন্ডনে স্টোকসের বাড়িতে চুরি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ১০:১৪:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেন স্টোকসের বাড়িতে চুরি হয়েছে। ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়কের বাড়ি থেকে গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। কয়েকজন মুখোশধারী ব্যক্তি স্টোকসের বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টোকস জানিয়েছেন, ডারহামের ক্যাসেল ইডেন এলাকায় তার বাড়িতে গত ১৭ই অক্টোবর সন্ধ্যায় ঘটে চুরির ঘটনা। তখন টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে ছিলেন তিনি। ওই সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী ও সন্তানরা।

২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি এক্স-এ পোস্ট করেছেন স্টোকস। এ সবকিছুই চুরি হয়ে গেছে।

স্টোকসের বাড়ি থেকে জিনিসপত্র চুরি গেলেও কারও শারীরিক কোনো ক্ষতি হয়নি। চুরি যাওয়া জিনিসপত্রের ছবি পোস্ট করে, অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্টোকস বলেন, এই অপরাধের সবচেয়ে খারাপ দিক হলো, আমার স্ত্রী ও দুই শিশু সন্তান বাড়িতে থাকাকালীন এটি ঘটেছে। ভাগ্যক্রমে আমার পরিবারের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এই অভিজ্ঞতা তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এটাও ভাবছি যে, এই পরিস্থিতি আরও কতটা খারাপ হতে পারত।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন