যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (২০শে ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান। সেখানে হিমাগারে রাখা শরিফ ওসমান হাদির মরদেহের পাশে কিছু সময় অবস্থান করেন তিনি।
এ সময় জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
হাসপাতালে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান শহীদ ওসমান হাদির দুই বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। পরে তিনি দলীয় নেতাকর্মী ও স্বজনদের নিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
ডিবিসি/এমইউএ