রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে ‘লাইফ সাপোর্ট’ এ রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আজ শুক্রবার (১২ই ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এই লোমহর্ষক হামলার ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’।
চিকিৎসকরা জানিয়েছেন, দুর্বৃত্তদের ছোড়া বুলেটটি (গুলি) এখনো তার মাথার ভেতরেই রয়ে গেছে। বিকেল চারটার কিছু পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তরে যোগাযোগ করা হলে হাদির এই সংকটাপন্ন অবস্থার কথা জানানো হয়।
ঘটনার বিবরণ দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। তারা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
হামলার সময় হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন প্রত্যক্ষদর্শী মো. রাফি। তিনি ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা রিকশায় করে হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগর এলাকায় পৌঁছামাত্রই একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি হাদি ভাইকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।’ ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ডিবিসি/এএমটি