খেলাধুলা, ফুটবল

লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। টিকেট, স্পনসর ও সম্প্রচার স্বত্বের অর্থ বকেয়া থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করেছে। ফলে আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শেষ ভাগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

আয়োজকরা এখনও জাতীয় ক্রীড়া পরিষদের পাওনা অর্থ পরিশোধ করতে পারেনি এবং এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিকল্প ভেন্যু হিসেবে বেশ কয়েকটি মাঠের খোঁজ করা হলেও ইতিবাচক সাড়া মেলেনি।

 

জানা গেছে, বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকালের মধ্যে বকেয়া সব অর্থ পরিশোধ করলে শেষ ম্যাচটি একদিন পিছিয়ে আয়োজনের সম্ভাবনা রয়েছে।আয়োজকরা বকেয়া মেটাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

 

এদিকে নানা অব্যবস্থাপনা থাকলেও বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব। ভেন্যু নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন উভয় দলই লেক সিটির এমএস মাঠে অনুশীলন করেছে। তবে সেখানে উপযুক্ত পরিবেশ ও সুবিধা না থাকায় ওয়ার্ম আপ করেই হোটেলে ফিরে যায় তারা।

 

 অ্যাথলেটিকো চার্লোনের প্রধান কোচ হার্নান ওহেদা বলেন, এখানে এসে খেলতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। আগে আমরা বাংলাদেশের নাম শুনেছি, এখন দেখছি তারা কতটা আন্তরিক। ম্যাচ নিয়ে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে আমরা চাই শেষ ম্যাচটি হোক। আগামী ১৩ই ডিসেম্বর দল দুটির ফিরতি ফ্লাইট রয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন