আন্তর্জাতিক

লাভা দিয়েই এবার গড়া হবে শহর, স্থাপত্যে নতুন দিগন্তের হাতছানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা জুলাই ২০২৫ ১২:৪০:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পর উত্তপ্ত লাভা বরাবরই এক অপ্রতিরোধ্য শক্তি, যা তার পথে থাকা সমস্ত স্থাপনা ও লোকালয়কে ধ্বংস করে দেয়। কিন্তু কী হবে যদি এই ধ্বংসের শক্তিকেই নিয়ন্ত্রণ করে নতুন শহর তৈরির কাজে লাগানো যায়?

এই বছরের ভেনিস আর্কিটেকচার বিয়েনালে (যা ২৩শে নভেম্বর পর্যন্ত চলবে) ঠিক এমনই এক যুগান্তকারী ও উচ্চাভিলাষী প্রকল্পের ধারণা তুলে ধরেছে আইসল্যান্ডের স্থাপত্য সংস্থা 'এস.এপি আর্কিটেক্টার' (s.ap arkitektar)।

 

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে "লাভাফর্মিং" (Lavaforming)। সাধারণত লাভা প্রাকৃতিকভাবে ঠান্ডা হয়ে ব্যাসল্টের মতো আগ্নেয়শিলায় পরিণত হয়। কিন্তু এই নতুন ধারণায়, গলিত লাভাকে একটি নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে। নিয়ন্ত্রিত উপায়ে লাভাকে ঠান্ডা করে দেয়াল, স্তম্ভ এবং ভবনের অন্যান্য প্রয়োজনীয় কাঠামোতে পরিণত করার কৌশল দেখানো হয়েছে এই প্রকল্পে।

 

'এস.এপি আর্কিটেক্টার'-এর প্রতিষ্ঠাতা আর্নহিল্ডার পালমাদোত্তির এবং তার ছেলে আর্নার স্কার্পহেডিনসন এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। তারা এই বিষয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য হলো, যা কিছু প্রাথমিকভাবে একটি হুমকি হিসেবে পরিচিত, তাকেই একটি নবায়নযোগ্য এবং টেকসই সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করা।

 

এই ধারণাটিকে আরও স্পষ্ট করতে তারা একটি চলচ্চিত্রও তৈরি করেছেন। সেখানে কল্পনা করা হয়েছে যে, ২১৫০ সাল নাগাদ এই নির্মাণ প্রযুক্তি বাস্তব রূপ পেতে পারে এবং পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।

 

তথ্যসূত্র সিএনএন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন