বাংলাদেশ, জেলার সংবাদ

লালমনিরহাটে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবক আটক হয়েছেন।

শনিবার (২৭শে ডিসেম্বর) ভোরে উপজেলার পঁয়ষট্টিবাড়ি বিওপির টহল দল তাকে আটক করে। আটক আতিক পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন, যাকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) একটি টহল দল। এ সময় ধাওয়া করে আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটকের সময় আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সময় তিনি বিজিবির হাতে ধরা পড়েন।

 

আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া অন্য দুই ব্যক্তি হলেন- মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, পলাতক আসামিদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আটকের পর তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনার সৃষ্টি হলে এ বিষয়ে স্পষ্ট করেন পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা। তিনি জানান, আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক নিশ্চিত করে বলেন, বিজিবি বাদী হয়ে আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন